Site icon Jamuna Television

দু’মাসের ইসরায়েলি হামলায় ঘরছাড়া ১৮ লাখ ফিলিস্তিনি

গাজা শহরের নাসর এলাকার ধ্বংসযজ্ঞের একটি দৃশ্য। ছবি: ইউএনডাব্লিউআরএ।

গাজায় প্রায় দু’মাসের ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত ১৮ লাখ মানুষ। রোববার (৪ ডিসেম্বর) এ তথ্য জানালো জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনডাব্লিউআরএ।

প্রতিবেদনে বলা হয়, একইদিন দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের রাফাহ সীমান্তের দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় তেল আবিব। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ’র দাবি, হামাস নেতারা লুকিয়ে আছে অঞ্চলটিতে।

এদিকে, নতুনভাবে ঘরবাড়ি ছাড়ছে বহু মানুষ। পায়ে হেঁটে কিংবা গাড়িতে, যে যেভাবে পারছে রাফাহ’র দিকে ছুটছে মানুষ। যদিও, উপত্যকার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র চলছে হামলা। বাদ যাচ্ছে না শরণার্থী শিবির, আবাসিক ভবন এবং স্কুলও।

এর আগে, গত মাসে উত্তরাঞ্চলের ১০ লাখ বাসিন্দাকে দক্ষিণের দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলো ইসরায়েল।

/এআই

Exit mobile version