Site icon Jamuna Television

চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সবুজ ওরফে পিচ্চি সবুজ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত সবুজ ডাকাতি মামলার আসামি। বুধবার নগরীর পাহাড়তলীর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেড়িবাঁধ এলাকায় ডাকাতদের অবস্থানের গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে ডাকাতরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এ সময় গুলিবিদ্ধ হয় সবুজ। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।নিহত সবুজের বিরুদ্ধে থানায় ডাকাতির তিনটি এবং অস্ত্র আইনের দুটিসহ মোট ছয়টি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি বন্দুক, একটি দেশীয় তৈরি এলজি, একটি খেলনা পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

যমুনা অনলাইন: এফএম

Exit mobile version