Site icon Jamuna Television

কোর্ট চত্বরে ধর্ষণ মামলার আসামির সাথে ভুক্তভোগীর বিয়ে

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ভুক্তভোগীকে বিয়ে করার শর্তে ঝিনাইদহে এক ধর্ষণ মামলার আসামিকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন। পরবর্তীতে, কোর্ট চত্বরেই আসামি জামিনপ্রাপ্ত মিকাইল হোসেন ও ভুক্তভোগীর বিয়ে সম্পন্ন হয়। দু’জনের তিন মাসের একটি সন্তান রয়েছে।

মিকাইল ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার এলাঙ্গী গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে বলা হয়, আসামি মিকাইল ২০২২ সালের ২০ নভেম্বর ধর্ষণ করে একই গ্রামের এক তরুণীকে। ঘটনার দিনই ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় মিকাইলকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু মিকাইল ও তার পরিবার এ ঘটনাকে পরোপুরি অস্বীকার করে। পরে মেয়েটি অন্তসত্বা হয়ে পড়েন। তিন মাস আগে তিনি এক ছেলে সন্তানের জন্ম দেন। এক পর্যায়ে বাদী পক্ষের আইনজীবীর দাবিতে ডিএনএ টেস্টের অনুমতি প্রদান করে আদালত। টেষ্টে শিশুটি যে মিকাইলের সন্তান, তা প্রমাণিত হয়।

পরবর্তীতে, আদালত তাদের সন্তানের ভবিষ্যৎ বিবেচনায় ও বাদী-বিবাদীর মধ্যস্থতায় মিকাইলকে জামিন দেন। নির্দেশনা অনুযায়ী ৫ লাখ টাকা দেনমোহরে বিয়েও হয় দু’জনের।

এদিকে, কোর্টের রায় মেনে নিয়েছেন দু’পক্ষের আইনজীবী। তারা বলেন, দু’জনের ভবিষ্যতের জন্যই এ রায় ভালো হয়েছে।

এএস/

Exit mobile version