Site icon Jamuna Television

মালয়েশিয়ায় অনিয়মিত প্রবাসীদের বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট দেবে বাংলাদেশ হাইকমিশন

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় চলতি মাসে শেষ হচ্ছে অনিয়মিত অভিবাসীদের বৈধতার সুযোগ। চলতি বছরের ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া অনথিভুক্ত বা অবৈধ অভিবাসীদের বৈধকরণ কর্মসূচি ‘রিক্যালিব্রেশন ২.০’ শেষ হবে চলতি মাসের ৩১ ডিসেম্বর। এ লক্ষ্যে নাম নিবন্ধনের সুযোগ দিতে বিশেষ ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী সরাসরি পাসপোর্ট সংগ্রহের সুযোগ দেবে বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (৪ ডিসেম্বর) হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রথম সচিব প্রণব কুমার (বাণিজ্য)  ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭, ২৯ ও ৩০ ডিসেম্বর এই তিনদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন প্রবাসীরা। সরাসরি পাসপোর্ট সংগ্রহকারীদের আগামী ১২ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

অপরদিকে, আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এ ক্ষেত্রে সরাসরি পাসপোর্ট সংগ্রহকারীদের যথাক্রমে আগামী ২০ ও ২১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

সেবাটি নিতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেয়া বাধ্যতামূলক এবং এর ভিত্তিতে পাসপোর্ট নেয়ার তারিখ, সময় ও স্থান উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিটিতে।

এছাড়াও, পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান পোস্ট অফিসের সার্ভিসটিও একই সাথে চালু থাকবে। তবে একই সঙ্গে দুই প্রকার সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকতে প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন প্রণব কুমার ঘোষ।

এএস/এটিএম

Exit mobile version