Site icon Jamuna Television

প্যারিস জলবায়ু চুক্তি কার্যকরে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে, প্যারিস জলবায়ু চুক্তি কার্যকরের উদ্যোগ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রযুক্তিগত সহায়তা চেয়েছেন কৃষি, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনায়। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এ অবস্থায় ১৬ কোটি মানুষের নিরাপদ ভবিষ্যৎ গড়তে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা।

কার্বণ নিঃসরণ কমানো, জলবায়ু পরিস্থিতির উন্নয়ন ও উন্নতমানের শিল্প খাত তৈরিতে নেয়া পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এসব উদ্যোগ সফল করতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতাও কামনা করেন তিনি। প্যারিস চুক্তি কার্যকরে, আগামী ডিসেম্বরে পোল্যান্ডে হতে যাওয়া কপ-টোয়েন্টি ফোর সম্মেলন সামনে রেখে এ বৈঠকের আয়োজন করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

যমুনা অনলাইন: এফএম

Exit mobile version