Site icon Jamuna Television

নিউইয়র্কে ধারালো অস্ত্রের হামলায় নিহত ৪

ছবি: এবিসি নিউজ।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ধারালো অস্ত্র নিয়ে চালানো হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে। যার মধ্যে ২ জনই শিশুও রয়েছে। এ ঘটনায় পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়েছে। খবর এবিসি নিউজের।

পুলিশ জানায়, রোববার (৪ নভেম্বর) নিউ ইয়র্কের কুইন্সে এই হামলা হয়। অস্ত্রধারী হঠাৎ ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে একই পরিবারের ৪ জন মারাত্মকভাবে আহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় হামলাকারীকে থামাতে গুলি করে পুলিশ। ফলে পুলিশের গুলিতে প্রান যায় হামলাকারীর। নিহতরা সবাই হামলাকারীর আত্মীয় বলে জানানো হয়েছে।

/এএস

Exit mobile version