Site icon Jamuna Television

দক্ষিণ গাজায় শরণার্থী শিবির ও হাসপাতাল চত্বরে হামলা ইসরায়েলের

ইসরায়েলি বোমাবর্ষণের সময় খান ইউনিসের বাড়িঘর ছেড়ে পালানোর চেষ্টা করছে ফিলিস্তিনিরা। ছবি: আল জাজিরা।

গাজার দক্ষিণে অব্যাহত ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন। রাতভর চলে নির্বিচার বোমাবর্ষণ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলে বিমান হামলা আরও বাড়িয়েছে ইহুদি সেনারা। সেই সাথে জোরদার হয়েছে স্থল অভিযান। ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে খান ইউনিসে শরনার্থী শিবিরসহ আবাসিক এলাকাগুলোয় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনাদল। দু’টি গুদামে হামলারও হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল বলে দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

এদিকে, চিকিৎসা সরঞ্জাম সরিয়ে নিতে বেধে দেয়া হয়েছে ২৪ ঘণ্টা সময়। যদিও সেই দায় অস্বীকার করেছে তেল আবিব। সামাজিক যোগাযোগমাধ্যম আর লিফলেট ছড়িয়ে, দক্ষিণ গাজা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন।

উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার যুদ্ধবিরতি শেষে এ পর্যন্ত প্রায় ৯শ’ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে

/এআই

Exit mobile version