Site icon Jamuna Television

পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন, নিহত ৫

ছবি: রয়টার্স।

ইসরায়েলি আগ্রাসনে দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রাণ হারিয়েছেন ৫ ফিলিস্তিনি। সোমবারের (৪ ডিসেম্বর) সাঁড়াশি অভিযানে আরও ১৮ জন গুরুতর আহত। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, হেবরনে তাণ্ডব চালায় ইসরায়েলি বহর। হামলায় পাল্টা প্রতিরোধে প্রাণ যায় ২২ বছর বয়সী দুই যুবকের। কালকিলিয়া এলাকায় চালানো অভিযানেও প্রাণ গেছে দুই ফিলিস্তিনির।

তাছাড়া, কালান্দিয়া লোকালয়ে দিনভর সেনাদের ছোঁড়া গুলিতে প্রাণ গেছে ৩২ বছরের এক ফিলিস্তিনির। আহত হয়েছেন আরও ৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার যুদ্ধবিরতি শেষে এ পর্যন্ত প্রায় ৯শ’ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, গাজার দক্ষিণাঞ্চলে বিমান হামলা আরও বাড়িয়েছে ইহুদি সেনারা। সেই সাথে জোরদার হয়েছে স্থল অভিযান। ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে খান ইউনিসে শরনার্থী শিবিরসহ আবাসিক এলাকাগুলোয় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনাদল।

/এআই

Exit mobile version