
বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন। এর আগে, দলটির নেতারা জানিয়েছিলেন, মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর তারা সমাবেশটি আয়োজন করবেন।
এছাড়া, এদিন সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও জানান, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ হচ্ছে না। ঘরোয়াভাবে করার কথা বলেন তিনি।
গত রোববার দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন সমাবেশের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেয়। তবে, একইদিন নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছিলেন, আওয়ামী লীগের সমাবেশের বিষয়ে আচরণবিধি অনুযায়ী সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।
/এনকে
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply