Site icon Jamuna Television

সিংড়া পৌরসভার গ্যারেজে পুড়লো মেয়রের জিপ, অ্যাম্বুলেন্সসহ ১১ যানবাহন

ছবি: সংগৃহীত

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর

নাটোরের সিংড়া পৌরসভার মেয়রের ব্যবহার করা জিপসহ ১১টি যানবাহন আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে পৌরসভার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, ভোর ৪টার দিকে পৌরসভা ভবন সংলগ্ন পৌরসভার গ্যারেজে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারা পৌঁছানোর আগেই পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসের ব্যক্তিগত জিপ, ২টি কমিউনিটি অ্যাম্বুলেন্স ও ৮টি ইজিবাইক পুড়ে যায়।

সিংড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, আগুনের সঠিক কারণ জানা যায়নি। প্রাথমিক ধারণা- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

/এনকে

Exit mobile version