Site icon Jamuna Television

সিআইডি অভিনেতা ‘ফ্রেডি’ আর নেই

অভিনেতা দিনেশ ফাদনিশ। ছবি: ইন্ডিয়া টুডে।

ভারতের জনপ্রিয় সিরিজ ‘সিআইডি’র অভিনেতা দিনেশ ফাডনিশ আর নেই। সোমবার (৪ ডিসেম্বর) রাত ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগে অসুস্থ হওয়ার ফলে মুম্বইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর থেকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাকে। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


প্রাথমিকভাবে জানা যায়, হৃদরোগের কারণে হাসপাতালে ভর্তি হন দিনেশ। কিন্তু এ তথ্য সঠিক নয় বলে জানান দিনেশের সহ-অভিনেতা দয়ানন্দ শেট্টি। গতকাল এ অভিনেতা বলেন, হার্ট অ্যাটাক নয়, লিভার জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন দিনেশ।

এর আগে, ১৯৯৭ সালে প্রচার শুরু হয় সিআইডি সিরিজের। ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এ সিরিয়ালের ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করেন দিনেশ ফাডনিশ।

/এআই

Exit mobile version