Site icon Jamuna Television

মাদ্রাসার খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ১৬ শিক্ষার্থী এখন আশঙ্কামুক্ত

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা শহরের হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসার আবাসিকের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া সেই ১৬ শিক্ষার্থী এখন আশঙ্কামুক্ত। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে তাদেরকে শহরের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ এস এম রুহুল আমিন বলেন, মাদ্রাসার রান্না করা খাবারে বিষক্রিয়ায় (ফুড পঁয়জনিং) কারণে ওই শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ভর্তির পর তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে অসুস্থ শিক্ষার্থীরা সকলে আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।

জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাতে রান্না করা খাবার খায় মাদ্রাসার আবাসিকের শিক্ষার্থীরা। এরপর রাতের বেলা ওই শিক্ষার্থীরা পেটের সমস্যায় ভুগতে থাকে। পরে সকালে একে একে অসুস্থ ১৬ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয় সদর হাসপাতালে।

এ বিষয়ে হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মামুনুর রশিদ জানান, মাদরাসার প্রায় ২০০ জন শিক্ষার্থীর সকলেই আবাসিকে থেকে লেখাপড়া করে। তারা তিনবেলাই মাদরাসার রান্না করা খাবার খায়। প্রতিদিনের মতো গত রাতেও তারা স্বাভাবিক (সাদা ভাত, ডাল ও শিম ভাজি) খাবার খেয়ে শুয়ে পড়ে। এরপর রাত দুইটার দিকে হঠাৎ কয়েকজনের পাতলা পায়খানা হয় এবং সাথে বমিও করে। পরে আমরা স্যালাইনসহ তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেই। কিন্তু তারপরেও সুস্থ না হওয়ায় সকালে তাদেরকে হাসপাতালে ভর্তি করি।
/এমএইচ

Exit mobile version