Site icon Jamuna Television

প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে ৪২ প্রার্থীর আপিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন ভবনে আপিল কার্যক্রম শুরু হয়েছে আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে। প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছেন ৪২ প্রার্থী।

নির্বাচন ভবনে মঙ্গলবার সকাল ১০টার দিকে শুরু হয় আপিল কার্যক্রম, শেষ হয় বিকেল ৪টায়। এই সময়ের মধ্যে মোট ৪২ জন প্রার্থী আপিল করেন। তাদের মধ্যে ২ জন আওয়ামী লীগের প্রার্থী এবং ৩০ জন স্বতন্ত্র প্রার্থী।

মূলত যেসব ক্ষেত্রে স্বাক্ষর কিংবা অন্য ছোটখাটো সমস্যা রয়েছে তা সমাধান করে প্রার্থীরা আবেদন জানিয়েছেন। এছাড়া ঋণ খেলাপি প্রার্থীদের ব্যাংকে টাকা পরিশোধের প্রমাণ দেয়া সাপেক্ষে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ রয়েছে।

আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন প্রার্থীরা। আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল সোমবার (৪ ডিসেম্বর)। এদিন যাচাই-বাছাই শেষে সারাদেশে জমা পড়া ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্রের মধ্যে বৈধ ঘোষণা করা হয় ১ হাজার ৯৮৫টি। বাকি ৭৩১টি মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিল ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

এসজেড/

Exit mobile version