Site icon Jamuna Television

পোস্টার সাঁটানোর বিধিমালা নিয়ে ইসির বিজ্ঞাপন (ভিডিও)

ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় নির্বাচন। ১৮ ডিসেম্বর প্রতীক চূড়ান্তের পরে নির্বাচনের প্রচারের জন্য প্রার্থীরা সময় পাবেন ১৯ দিন। এ সময়ের মধ্যে পোস্টার টানানো নিয়ে নির্বাচন কমিশনের রয়েছে কিছু নিজস্ব নীতিমালা। সোমবার (৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও বিজ্ঞাপন প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

ভিডিওতে দেখা যায়, কিছু সমর্থকরা তাদের প্রার্থীর প্রচারণায় এক বাড়ির আঙিনায় রঙিন পোস্টার সাঁটাচ্ছে। এ সময় বাড়ির গৃহিনী তাদের এমন কর্মকাণ্ড দেখে বাধা দেয়। একই সাথে নির্বাচন কমিশনের পোস্টার টানানোর বিধিমালা সম্পর্কেও সচেতন করেন তাদেরকে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বলেন, পোস্টার রশিতে ঝুলিয়ে রাখতে হবে। নির্বাচনী আচরণবিধিতে কোন বাড়ি বা ঘরের দেয়াল, কোন স্থাপনার সীমানা, বৈদ্যুতিক খুটি, গাছ, রাস্তার মাইলফলক, ডিভাইডার, বাড়ির ছাদ, দন্ডায়মান কোন বস্তু, সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনা, ব্যক্তিগত যানবাহন ও গণপরিবহনে পোস্টার সাঁটানো সম্পূর্ণ নিষেধ।

/এমএইচ

Exit mobile version