Site icon Jamuna Television

এটা জাতীয় ঐক্য নয়, জাতীয়তাবাদী সাম্প্রদায়িকতার ঐক্য: কাদের

জনগণের সিংহভাগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যে দলের ৬৪ ভাগ জনপ্রিয়তা আছে সেই দলের মানুষদের বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে না।

ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক অঙ্গনে অশুভ শক্তির পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। বিএনপিসহ দলটির সাম্প্রদায়িক দোসররা রাজনৈতিক অঙ্গনে আন্দোলনের নামে সহিংসতার ছক আঁকছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এটি জাতীয় ঐক্য নয় বরং জাতীয়তাবাদী সাম্প্রদায়িকতার ঐক্য।

Exit mobile version