Site icon Jamuna Television

সব দলের অংশগ্রহণে নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য মিথ্যা: রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে বলে যে মন্তব্য করেছেন তা সত্য নয়, মিথ্যা বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, সরকারের সব পদক্ষেপই এক তরফা নির্বাচনের আলামত। এসময় শনিবারের সমাবেশের প্রস্তুতি নিয়েও কথা বলেন রিজভী। তিনি সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন। একই সঙ্গে সমাবেশ নিয়ে মন্ত্রীদের বিরুদ্ধে হুমকি ও ফ্যাসিবাদি বক্তব্য দেয়ার অভিযোগ করেন বিএনপির এই নেতা। তাদেরকে এধরনের সংঘাত সৃষ্টির ইঙ্গিত থেকে সরে আসার আহ্বান জানান রিজভী আহমেদ।

Exit mobile version