বগুড়া ব্যুরো:
বগুড়া শহরের নামাজগড় মোড় এলাকায় আরিফ মণ্ডল (২২) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আরিফ বগুড়া পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম মন্ডলের ছেলে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ওসি তদন্ত শাহীনুজ্জামান জানান, রাত ১১টার দিকে ওই এলাকা থেকে ট্রিপল নাইনে কল আসে, এক যুবককে রাস্তায় কয়েকজন কুপিয়ে গুরুতর জখম করেছে বলে খবর পাওয়া যায়। পুলিশ ওই এলাকায় গিয়ে রাস্তার পাশের ড্রেন থেকে রক্তাক্ত আরিফকে উদ্ধার করে। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানা পুলিশ জানায়, আরিফ শহরের গোয়ালগাড়ী এলাকায় মায়ের সাথে ভাড়া বাসায় থাকতেন। মাস দুয়েক আগে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলায় বেশ কিছুদিন কারাগারেও ছিলেন তিনি। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে মায়ের সাথেই থাকতেন। হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।
এসজেড/

