Site icon Jamuna Television

আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়নি, লাঙ্গল প্রতীক নিয়েই নির্বাচনে জাতীয় পার্টি: চুন্নু

জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। বুধবার (৬ ডিসেম্বর) সকালে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এ কথা জানিয়েছেন তিনি।

এ সময় জাপা মহাসচিব তিনি বলেন, মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয়নি। আসন ভাগাভাগিরও কোনো প্রস্তাব দেয়নি আওয়ামী লীগ। তবে ক্ষমতাসীন দলের নেতারা জাতীয় পার্টির সাথে আলাপ করতে চেয়েছেন। সন্ধ্যার পর আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক হবে বলেও জানান চুন্নু।

নির্বাচনের পরিবেশ নিয়ে এখনই কথা বলা যাবে না বলেও মন্তব্য করেন জাপা মহাসচিব। তিনি বলেন, ১৮ ডিসেম্বরের পর পরিস্থিতি বোঝা যাবে। সমঝোতার মতো কিছু হলে তা মনে-মনে হতে পারে, সেটি আলাদা করে বলার কিছু নেই।
এসজেড/

Exit mobile version