Site icon Jamuna Television

পশ্চিম তীরে হত্যাযজ্ঞ: ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ছবি: রয়টার্স।

পশ্চিম তীরে বেসামরিকদের ওপর সহিংসতা এবং তাদের নিরাপত্তা ঝুঁকি তৈরি করা ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৫ ডিসেম্বর) এ নীতির ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র দফতর।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ফিলিস্তিনিদের ওপর অবৈধ বসতিদের আগ্রাসী আচরণের জেরে এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, গত কয়েক সপ্তাহে পশ্চিম তীরে আশঙ্কাজনক হারে বেড়েছে সহিংসতা। এর মধ্যে ফিলিস্তিনিদের সম্পদ দখল, বাস্তুচ্যুত করা এবং ইসরায়েলিদের ওপর সশস্ত্র ফিলিস্তিনিদের হামলাও অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও বলেন, মার্কিন নীতির আওতায় এসব কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের সদস্যরাও নিষেধাজ্ঞার আওতায় আসবেন।

/এআই

Exit mobile version