Site icon Jamuna Television

গাজীপুরে কাভার্ড ভ্যানে আগুন

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের কাপাসিয়া-কালীগঞ্জ সড়কের বড়পুশিয়া এলাকায় চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার কাপাসিয়া-কালীগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে একটি কাভার্ড ভ্যান কালীগঞ্জে যাচ্ছিল। কাভার্ড ভ্যানটি ওই সড়কের বড়পুশিয়া এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কাভার্ড ভ্যানটির চালক সুমন বলেন, গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে খালি কাভার্ড ভ্যান নিয়ে ঘোড়াশালের প্রাণ কারখানায় যাওয়ার সময় বড়পুশিয়া এলাকায় আসেন। এসময় তিনটি মোটরসাইকেলযোগে ৬ জন দুর্বৃত্ত রাস্তা অবরোধ করে গ্লাস ভেঙে পে্ট্রোল দিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

কাপাসিয়া থানার ইন্সপেক্টর আজিজুর রহমান বলেন, এলাকাবাসী-পুলিশ ও ফায়ার সার্ভিসের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

এএস/এএম

Exit mobile version