Site icon Jamuna Television

ব্যাংকের আর্থিক স্বাস্থ্য পরিমাপে নতুন কাঠামো

ব্যাংকের আর্থিক স্বাস্থ্য পরিমাপে কাঠামো তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এর নাম দেয়া হয়েছে দ্রুত সংশোধনীমূলক ব্যবস্থা (পিসিএ)। ব্যাংকের আর্থিক স্বাস্থ্য পর্যালোচনা করে এর মাধ্যমে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হবে। ২০২৫ সালের ৩১ মার্চ থেকে এটি কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকের সমস্যা তীব্র হয়ে ওঠার আগেই চিহ্নিত করা অত্যাবশ্যক। ক্ষতিকর প্রভাব রোধে শুরুতেই উদ্যোগ নেয়া প্রয়োজন। এজন্য বাংলাদেশ ব্যাংক নতুন কাঠামো প্রণয়ন করেছে। এর আওতায় ব্যাংকের মূলধন ও সম্পদের অনুপাত, খেলাপি ঋণ এবং করপোরেট সুশাসনের মতো নির্দেশক বিবেচনায় নিতে হবে। সব তফসিলি ব্যাংক এবং বাংলাদেশে শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি ব্যাংকও এই কাঠামোর আওতায় আসবে।

আগামী বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ২০২৫ সালের ৩১ মার্চ থেকে এই কাঠামোর ধারা কার্যকর হবে।

/এমএন

Exit mobile version