Site icon Jamuna Television

ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ১৭

ফিলিপাইনে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে দেশটির মধ্যাঞ্চলের একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে গিরিখাদে পড়লে ঘটে এই দুর্ঘটনা। খবর রয়টার্সের।

বুধবার (৬ ডিসেম্বর) দেশটির প্রাদেশিক দুর্যোগ সংস্থার প্রধান জানান, এ ঘটনায় আহত আরও সাতজনের অবস্থা সংকটাপন্ন।

স্থানীয় গভর্নর রোদোরা কাদিয়াও সংবাদ সম্মেলনে জানান, বাসটি যখন ব্রেক ফেল করে গিরিখাদে পড়ে, তখন এর ভেতরে কয়েক ডজন লোক ছিল। যাত্রীদের মধ্যে চারজন বিদেশি নাগরিকও ছিল।

এই সড়কটি ‘দুর্ঘটনাপ্রবণ’ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রথামিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

/এএম

Exit mobile version