Site icon Jamuna Television

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

প্রতীকী ছবি।

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ঘোষণা অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৭৫০ টাকা। আর এই ক্যাটাগরির স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকায়।

বুধবার (৬ ডি‌সেম্বর) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কাল বৃহস্প‌তিবার (৭ ডি‌সেম্বর) থেকে নতুন এই দর কার্যকর করা হবে।

এর আগে, রেকর্ড দাম বাড়িয়ে প্রতি ভরিতে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা। যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ হাজার ৭১৬ টাকা।

/এএস/এমএন

Exit mobile version