Site icon Jamuna Television

দুর্বৃত্তদের আগুনে কাভার্ডভ্যানে পুড়ে ছাই ৭ হাজার মুরগির বাচ্চা

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের শাহজাদপুর-পাবনা মহাসড়কের টেটিয়ারকান্দা এলাকায় একটি মুরগির বাচ্চা বোঝাই কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কাভার্ড ভ্যানের চালক মোখলেসুরকে আঘাত করলে গুরুতর আহত হয় সে।

ঘটনা নিশ্চিত করে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার বলেন, ৬ ডিসেম্বর বুধবার রাত আনুমানিক ১০টার দিকে সিরাজগঞ্জ পাবনা মহাসড়কে টেটিয়ারকান্দা এলাকার দুর্গাদহ গ্যাস ফিলিং স্টেশনের সামনে মাওনা শ্রীপুর থেকে পাবনাগামী এসিআই কোম্পানির মুরগির বাচ্চা বোঝাই কাভার্ডভ্যানের সামনের কেবিনে কতিপয় দুর্বৃত্ত্ব অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এতে গাড়ির ভেতরে থাকা প্রায় সাড়ে সাত হাজার মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া কাভার্ডভ্যানের  সামনের কেবিন পুড়ে যায়। গাড়ির ড্রাইভার মোখলেসুর দুর্বৃত্তের লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছে। আমরা খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করি। আর চালককে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এটিএম/

Exit mobile version