Site icon Jamuna Television

ম্যাকটমিনের জোড়া গোলে চেলসিকে হারালো ম্যানইউ

ম্যাকটমিনের জোড়া গোলে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার (৬ ডিসেম্বর) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।

নামের বিচারে রাতের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ছিলো ম্যানইউ ও চেলসির মহারণ। ওল্ড ট্রাফোর্ডে পুরো ম্যাচেই দাপুটে ছিলো স্বাগতিক ম্যানইউ। শুরুতেই পেনাল্টি পায় টেন হাগের দল। কিন্তু ৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের শট রুখে দিয়ে চেলসিকে বাঁচিয়ে দেন গোলরক্ষক রবার্ট সানচেজ। তবে দারুণ ফর্মে থাকা স্কটিশ মিডফিল্ডার ম্যাকটমিনে ঠিকই ১৯ মিনিটে লিড এনে দেয় দলকে। ৪৫ মিনিটে কোল পালমারের নিখুঁত ফিনিশিংয়ে সমতা আনে চেলসি। কিন্তু আবারো ম্যানইউর ত্রাতা হন ম্যাকটমিনে। ৬৯ মিনিটে তার গোলে দলের ২-১ গোলের জয় নিশ্চিত হয়।

১৫ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছে ইউনাইটেড। সমান ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া চেলসি ১৯ পয়েন্ট নিয়ে দশে আছে।

/এএম

Exit mobile version