Site icon Jamuna Television

আসন সমঝোতা নিয়ে আ.লীগ-জাপার বৈঠক

ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে বৈঠক হয়েছে জাতীয় পার্টির শীর্ষ কয়েক নেতার। বুধবার (৬ ডিসেম্বর) রাতে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত হওয়া গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত অবস্থানসহ আরও কিছু ইস্যুতে ওই বৈঠকের আভাস দিয়েছিলেন ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু। বুধবার দুপুরে এক সংবাদ বিফিংয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, জোটের মার্কায় নয় লাঙ্গল প্রতীকেই নির্বাচনে থাকবে জাপা। তবে মহাজোট নেতাদের সঙ্গে রাতের বৈঠকে অংশ নিবেন বলে নিশ্চিত করেন জাপা মহাসচিব।

এই বৈঠকের সময়, স্থান এবং কারা কারা উপস্থিত ছিলেন তা গোপন রাখা হয়েছে।

এসজেড/

Exit mobile version