Site icon Jamuna Television

গাজায় ইসরায়েলি নৃশংসতায় একদিনে নিহত অন্তত ২২

ইসরায়েলি আগ্রাসনের মুখে আরও একটি ভয়াবহ রাত পার করলো গাজাবাসী। ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে রাতভর বোমাবর্ষণ করা হয়। শুধু বুধবারই (৬ ডিসেম্বর) ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ধারণা করা হচ্ছে, সংখ্যাটি আরও বেশি। খবর আল জাজিরার।

এদিকে, গাজায় সবচেয়ে বড় শরণার্থী শিবির জাবালিয়া ক্যাম্প ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। উত্তর গাজার অঞ্চলটিতে দু’দিন ধরে বিরতিহীনভাবে হামলা চলছে। ট্যাংক, সাজোয়া যান মোতায়েন রয়েছে ক্যাম্পের চারপাশে। মুহুর্মুহু গোলাবর্ষণ ও বিমান হামলা চলছে।

ইসরায়েলের হামলার ফলে এরই মধ্যে রীতিমতো মাটির সাথে মিশে গেছে গাজা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। হামলার তীব্রতায় তাদেরকে উদ্ধারের কার্যক্রমও চালানো সম্ভব হচ্ছে না। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসজেড/

Exit mobile version