Site icon Jamuna Television

১১০ বিলিয়ন ডলার তহবিলের প্রস্তাব বাতিল করলো মার্কিন সিনেট

ছবি: রয়টার্স

ইউক্রেন ও ইসরায়েলকে সহায়তায় আরও ১১০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের প্রস্তাব বাতিল করলো মার্কিন সিনেট। বুধবার (৬ ডিসেম্বর) ৫১-৪৯ ভোটে বাতিল হয় বিলটি। খবর রয়টার্সের।

প্রত্যেক রিপাবলিকান সদস্য ভোট দেন বিলটির বিরুদ্ধে। বিপক্ষে অবস্থান নেন সিনেটর বার্নি স্যান্ডার্সও। সহায়তা প্যাকেজে ৬১ ডলার বিলিয়ন ধরা হয়েছিলো ইউক্রেনের জন্য। মার্কিন সীমান্ত সুরক্ষায় তহবিল পর্যাপ্ত নয়, এমন দাবি রিপাবলিকানদের। এ অবস্থায় অন্য দেশকে সামরিক সহায়তায় মত নেই বিরোধী নেতাদের।

বেশ কিছুদিন ধরে হোয়াইট হাউস সতর্ক করছে, ইউক্রেনের জন্য মার্কিন তহবিল শেষ হয়ে যেতে পারে যেকোনো সময়। রিপাবলিকানদের সিদ্ধান্তের সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, যুদ্ধে ভ্লাদিমির পুতিনকে জয় উপহার দিতে চান বিরোধীরা।

/এএম

Exit mobile version