Site icon Jamuna Television

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে : ইসি আলমগীর

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল: 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি কোন চাপ নেই। উল্টো আমরাই বিভিন্ন স্থানে চাপ প্রয়োগ করছি। তাছাড়া, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যেতে পারে বলেও মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত বিএনপির নির্বাচনে আসার সুযোগ নেই। তবে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাহলে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা যেতে পারে। যেহেতু মানুষ সৃষ্টির সেরা জীব তাই এ বিষয়ে নিরীক্ষা করার সুযোগ রয়েছে। 

আরেক জবাবে তিনি বলেন, নির্বাচনে এখনো সেনাবাহিনী মোতায়নের কোন সিদ্ধান্ত হয়নি। তবে যদি পরবর্তীতে সিদ্ধান্ত হয় তাহলে ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করবে তারা।

এছাড়াও তিনি জানান,  আসছে নির্বাচনে আমেরিকা, বৃটেন, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ৮২ জন পর্যবেক্ষক ও ৪৬ জন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষকের জন্য আবেদন করেছেন। 

/এমএইচ

Exit mobile version