Site icon Jamuna Television

নিজের ভুল বুঝতে পারায় শাহজাহান ওমর জামিন পেয়েছেন: কৃষিমন্ত্রী

বিএনপি থেকে আওয়ামী লীগের রাজনীতিতে পা দেয়া ব্যারিস্টার শাহজাহান ওমরের জামিন ইস্যুতে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, তিনি (শাহজাহান ওমর) নিজের ভুল বুঝতে পেরেছেন, সেজন্যই মুক্তি পেয়েছেন। কেউ নিজের ভুল বুঝে আওয়ামী লীগে যোগ দিতে চাইলে তাকে স্বাগত জানানো হবে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আর্জেন্টিনার সাথে কৃষিক্ষেত্রে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি না এলেও এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। স্বতন্ত্র অনেক প্রার্থী নির্বাচন করছে। তাদের শক্তিশালী ভূমিকায় এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি শক্তিশালী রাজনৈতিক দল। কিন্তু তারা নির্বাচনে না এলে জোর করে আনা যাবে না। দলটি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে জ্বালাও-পোড়াও করে ভোট বানচাল করতে চায়। বিএনপি নেতাদের আটক না করলে এতদিনে দেশে আরও বেশি জ্বালাও-পোড়াও হতো।

/এমএন

Exit mobile version