Site icon Jamuna Television

৯৯ ধারা প্রয়োগের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

গাজা ইস্যুতে বিরল পদক্ষেপ নিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অবরুদ্ধ গাজায় জাতিসংঘ সনদের ৯৯ ধারা প্রয়োগের আহ্বান জানান নিরাপত্তা পরিষদের প্রতি। খবর আল জাজিরার।

বুধবার (৬ ডিসেম্বর) এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে চিঠি পাঠান গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ জানান, গাজাবাসীকে ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষায় অনুচ্ছেদটি জারির আহ্বান জানানো হয়েছে। এই ধারা অনুযায়ী, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি, এমন কোনো বিষয়ে পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদকে অবহিত করতে পারেন মহাসচিব। চিঠিতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের তাগিদ দেয়া হয়।

২০১৭ সালে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম এ ধরনের পদক্ষেপ নিলেন অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ প্রতিষ্ঠার পর মাত্র ৯ বার অনুচ্ছেদটি প্রয়োগে এলো এই আহ্বান।

/এএম

Exit mobile version