Site icon Jamuna Television

বৃষ্টির কারণে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। সকাল থেকে বৃষ্টি অব্যাহত থাকায় দুপুর ১টা ৫৪ মিনিটে এই ঘোষণা দেয়া হয়।

তবে বৃষ্টি বাগড়া না দিলে আগামীকাল নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে অর্থাৎ সকাল সোয়া নয়টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। আর শেষও হবে ১৫ মিনিট অতিরিক্ত সময় খেলার পরে। অর্থাৎ সাড়ে চারটার বদলে শেষ হবে পৌনে পাঁচটায়। এদিন মোট ৯৮ ওভার খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দু’দল।

তাস খেলে ড্রেসিংরুমে সময় পার করছেন উইলিয়ামসনরা।

সকাল থেকেই মিরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে খেলোয়াড়রাও সময় কাটিয়েছেন যার যার মতো করে। সারাদিনে স্টেডিয়ামের কাভার সরানোর সুযোগ না হওয়ায় অনেকেই সময় পার করেছেন ড্রেসিংরুমে। আবার ইনডোরে অনুশীলন চালিয়ে গেছেন কেউ কেউ। নিউজিল্যান্ডের কয়েকজনকে ড্রেসিংরুমে তাস খেলতেও দেখা গেছে।

/এমএইচ

Exit mobile version