Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের এমডির মেয়ের মৃত্যু

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর কন্যা নাদিহা আলী (৩৭) মারা গেছেন। স্থানীয় সময় বুধবার (৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। 

নিহত নাদিহা আলী মো. নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা। যুক্তরাষ্ট্রে জানাজার পর সেখানেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

নাদিহা আলীর মৃত্যুতে ইউনিক গ্রুপের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

নাদিহার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান এডভোকেট সালমা ইসলাম এমপি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

/আরএইচ

Exit mobile version