Site icon Jamuna Television

আসন ভাগাভাগি নিয়ে আ.লীগের সাথে আলোচনা হয়নি: চুন্নু

দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি। এমনটা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, লাঙল প্রতীক নিয়েই নির্বাচনের মাঠে থাকবে জাতীয় পার্টি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জানান, আসন ভাগাভাগি নিয়ে দলের কেউ যদি কিছু বলে থাকে সেটা তাদের ব্যক্তিগত মত। আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে আওয়ামী লীগের সাথে কোনো আলোচনা হয়নি।

মুজিবুল হক চুন্নু বলেন, বুধবার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও কয়েকজনের সাথে বৈঠক হয়েছে। তবে সেই বৈঠকে শুধু নির্বাচন আয়োজনের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। আসন ভাগাভাগি বা জোটবদ্ধ হয়ে নির্বাচন করার বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি ভোটযুদ্ধে নীরব বিপ্লব ঘটাবে বলে আশা করেন তিনি।

এটিএম/

Exit mobile version