Site icon Jamuna Television

সোনারগাঁও থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। সকালে কাঁচপুরের সেনপাড়া এলাকার একটি বাড়ি থেকে মিনারুল ও মজনুর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গেল মঙ্গলবার নীলফামারীর ডোমার থেকে আত্মীয় রশিদের বাসায় বেড়াতে আসে তারা। সকালে একজনের গলাকাটা এবং অপরজনের রশিতে ঝুলন্ত লাশ দেখে থানায় জানায় স্থানীয়রা। নিহত দুজনই পেশায় কবিরাজ এবং তারা দূর সম্পর্কের মামা-ভাগনে বলে জানা গেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও নিশ্চিত নয় পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে আত্মীয় রশিদ-বাড়ির মালিকসহ আটক তিনজনকে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version