Site icon Jamuna Television

আরও ১৫৮ ইউএনও’র বদলিতে ইসির সম্মতি

আরও ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেয়া প্রস্তাবের প্রেক্ষিতে ইসি এ সম্মতি জানায়। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ইসির দায়িত্বশীল কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত সোমবার প্রথম পর্যায়ে দেশের ৮ বিভাগের ৪৭ ইউএনও-কে বদলির প্রস্তাবে সম্মতি দেয় ইসি। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৩, চট্টগ্রাম বিভাগের ৮, বরিশাল বিভাগের ২, খুলনা বিভাগের ৪, ময়মনসিংহ বিভাগের ৬, সিলেট বিভাগের ৬, রাজশাহী বিভাগের ৬ এবং রংপুর বিভাগের ২ জন রয়েছেন।

প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলির সিদ্ধান্ত নেয় ইসি। ইউএনওদের বদলির বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়। বর্তমান কর্মস্থলে যেসব ইউএনওর দায়িত্ব পালনের মেয়াদ এক বছরের বেশি হয়ে গেছে, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব প্রথম পর্যায়ে ইসিতে পাঠানো প্রয়োজন বলে চিঠিতে জানানো হয়।

এদিকে, আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলির প্রস্তাবের অনুমোদন দেয় ইসি।

/এমএন

Exit mobile version