Site icon Jamuna Television

এফআইসিসিআই’র প্রেসিডেন্ট জাভেদ আখতার

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাভেদ আখতার। তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও এজাজ বিজয়ের স্থলাভিষিক্ত হবেন।

এফআইসিসিআই’র বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়। তিনি ২০২৪-২০২৫ মেয়াদে সংগঠনটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

জাভেদ আখতার বর্তমানে ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।

উল্লেখ্য, বিশ্বের ৩৫টি দেশের বহুজাতিক কোম্পানি ও বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন এফআইসিসিআই। আন্তজার্তিক বাণিজ্য ও বিনিয়োগ পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি, গবেষণার ভিত্তিতে মার্কেট ইন্টেলিজেন্স প্রচার ও সংগঠনের সদস্যরা উপকৃত হয় এমন নীতিমালা প্রণয়নের মাধ্যমে নিজেদের কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি।

Exit mobile version