Site icon Jamuna Television

আমাজনে অবৈধ স্বর্ণের খনি গুঁড়িয়ে দিলো কলম্বিয়া

বিস্ফোরণের মাধ্যমে গহীন আমাজনে অবস্থিত একটি অবৈধ স্বর্ণের খনি গুঁড়িয়ে দিয়েছে কলম্বিয়া। এসময় ধ্বংস করা স্বর্ণ উত্তোলনের যন্ত্রপাতিও।

আমাজনজুড়েই বিভিন্ন অপরাধ চক্র অবৈধভাবে খনি উত্তোলন করে আসছে। মূলত, আমাজন থেকে অবৈধ স্থাপনা নির্মূলে যৌথ অভিযান পরিচালনা করছে কলম্বিয়া ও ব্রাজিল। তারই অংশ হিসেবে ধ্বংস করা হয় এই স্বর্ণের খনি।

কলম্বিয়ার সশস্ত্র বাহিনী জানায়, মার্কিন সহায়তায় দুই দেশের বিশেষ অপারেশনে এখন পর্যন্ত ১৯টি অবৈধ খনি ধ্বংস করা হয়েছে। এসব খনি থেকে মাসে প্রায় দেড় মিলিয়ন ডলারের সমপরিমাণ ধাতু উৎপাদিত হতো। যা আমজনের নদী দূষণের অন্যতম কারণ।

এটিএম/

Exit mobile version