Site icon Jamuna Television

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় আবুল খায়ের গাজী নামে একজন মারা গেছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।

খায়ের গাজির বাড়ি চাঁদপুর জেলায়। তিনি দুর্ঘটনাকবলিত ফিলিং স্টেশনের পাশের এবিএন সিএনজি স্টেশনের কর্মকর্তা। আগুন লাগার পর তিনি সেখানে ছুটে গিয়ে গ্যাসের লাইন বন্ধ করতে গিয়ে দগ্ধ হয়েছিলেন বলে এবিএন সিএনজি স্টেশনের কর্মকর্তা কামরুল ইসলাম জানান।

এর আগে, বুধবার (৬ ডিসেম্বর) রাত পৌনে আটটার দিকে রয়েল ফিলিং স্টেশনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৮ জন আহত হন। পরে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।

পেট্রোল পাম্পের কর্মচারী ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছিলো, পেট্রোল পাম্পের জেনারেটর রুমে বসানো গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। তবে পাম্পে থাকা তেলের হাউজ বা লাইনে আগুন লাগেনি।

/এনকে

Exit mobile version