Site icon Jamuna Television

চট্টগ্রামে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

আটক করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রামের পটিয়া থানার ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রিগ্যান ভট্টাচার্য নামে এক আইনজীবী। সকালে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ মামলা দায়ের করেন তিনি।

আসামিরা হলেন, পটিয়া থানার উপ-পরিদর্শক খাজু মিয়া, সহকারি উপ-পরিদর্শক মোহাম্মদ মাসুম, বশির, খোরশেদ ও কনস্টেবল হুমায়ুন। বাদীর অভিযোগ, এই ৫ পুলিশ সদস্য গত ১৮ সেপ্টেম্বর পটিয়ার ধলঘাট এলাকায় তাকে আটক করে সাড়ে ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। মারধরও করেন। এরপর ছেড়ে দেয়ার জন্য আরও এক লাখ টাকা চাঁদা দাবি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

Exit mobile version