Site icon Jamuna Television

রাষ্ট্রপতির নির্বাচন বৈধ, রিটকারীর লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্বাচন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। একইসাথে রিভিউ আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। পাশাপাশি রিটকারী আইনজীবী এমএ আজিজ খানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ রিভিউ খারিজ করে এ রায় দেন। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের আদেশ বহাল রইলো।

আইনজীবী এমএ আজিজ খান রিট আবেদনে মো. সাহাবুদ্দিনকে দেশের নির্বাচিত রাষ্ট্রপতি ঘোষণার গেজেট প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত করার জন্য হাইকোর্টে আবেদন করেন।

আবেদনে তিনি বলেন, ২০০৪ এর ধারা ৯ অনুযায়ী, মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নিয়োগ করা যাবে না, কারণ তিনি দুর্নীতি দমন কমিশনের একজন অবসরপ্রাপ্ত কমিশনার এবং রাষ্ট্রপতির পদটি লাভজনক। গত ১৩ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।

/এনকে

Exit mobile version