Site icon Jamuna Television

সামরিক প্রযুক্তিসহ চীনকে যেকোনো সহায়তা করতে প্রস্তুত রাশিয়া

সামরিক প্রযুক্তিসহ যেকোনো খাতে চীনকে সহায়তায় প্রস্তুত রাশিয়া। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশটির একটি বিনিয়োগ সম্মেলনে চীনের সাথে সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করে এমনটাই জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এনএইচকের।

দুই দেশের মধ্যে বর্তমানে সরকার পর্যায়ে দারুণ ও বিশ্বস্ত সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। পুতিন বলেন, আমরা যেকোনো ক্ষেত্রে চীনকে সহায়তা করতে প্রস্তুত। তাদের সাথে সামরিক প্রযুক্তি বিনিময়ে আমাদের কোনো সীমাবদ্ধতা নেই।

তিনি আরও বলেন, যেহেতু আমরা ভবিষ্যতের কথা ভাবছি, আমাদের নিরাপত্তা নিয়ে ভাবছি, কাজেই প্রথাগত ক্রয়-বিক্রয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই। প্রযুক্তির উন্নয়ন নিয়ে ভাবতে চাই।

এ বছর রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্যমূল্য ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

/এএম

Exit mobile version