Site icon Jamuna Television

কোপা আমেরিকার ড্র: তুলনামূলক কঠিন গ্রুপে আর্জেন্টিনা ব্রাজিল

অনুষ্ঠিত হয়ে গেল কোপা আমেরিকার ২০২৪ আসরের ড্র। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত ড্র’তে সর্বশেষ আসরের কোপাজয়ী আর্জেন্টিনা পেয়েছে পেরু ও চিলিকে। অন্যদিকে গ্রুপ পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুই শক্তিশালী দল কলম্বিয়া ও প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।

এছাড়া প্লে অফ খেলে কানাডা অথবা ত্রিনিদাদ এন্ড টোবাগো যোগ হবে আর্জেন্টিনার গ্রুপে। আর কনকাকাফ অঞ্চল থেকে প্লে অফ খেলে আসা হন্ডুরাস অথবা কোস্টারিকা আসবে ব্রাজিলের গ্রুপে।

স্বাগতিক যুক্তরাষ্ট্র আছে গ্রুপ ‘সি’ তে। তাদের গ্রুপের অন্য তিন দল হলো উরুগুয়ে, বলিভিয়া ও পানামা। মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জামাইকাকে নিয়ে গঠিত হয়েছে গ্রুপ ‘বি’।

চার গ্রুপের মধ্যে তুলনামূলক কঠিন গ্রুপে আছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী বছরের ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার ৪৮তম আসর। আসরে খেলবে কনকাকাফ অঞ্চলের বেশ কিছু দল। সবমিলিয়ে ১৬ দল নিয়ে হবে এই টুর্নামেন্ট।

উদ্বোধনী ম্যাচে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ও বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার মুখোমুখি হবে প্লে অফ থেকে গ্রুপপর্বে আসা দলটি। আর প্লে অফ থেকে আসা দলের বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচ ২৪ জুন।

/এমএইচ

Exit mobile version