Site icon Jamuna Television

ভোটের আগে আলেমদের মুক্তি চায় হেফাজত, ছাড়া না পেলে ঢাকায় সমাবেশের ঘোষণা

অনতিবিলম্বে মামুনুল হকসহ সকল আলেম-ওলামাদের মুক্তি না দিলে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা।

এ সময় হেফাজত নেতারা বলেন, সরকার বরাবর কথা দিয়েও আলেমদের মুক্তি দেয়নি। উল্টো হয়রানি করে যাচ্ছে। বর্তমান সরকার আলেমদের কারাগারে বন্দি করে বাকশাল কায়েম করতে চায়৷ কিন্তু তাদের এই খায়েশ পূরণ হবে না। সরকারের সময় ফুরিয়ে এসেছে। দেশের মানুষ ফুঁসে উঠেছে।

তারা আরও বলেন, মামুনুল হকসহ আলেম-ওলামাদের শিগগিরই মুক্তি না দিলে হেফাজতে ইসলাম আবারও জেগে উঠবে। আগামী নির্বাচনের আগে তাদেরকে মুক্তি দেয়া না হলে সরকারের পরিণতি হবে করুণ।

/এমএন

Exit mobile version