Site icon Jamuna Television

যশোরে পুকুরপাড়ে মিললো ছাত্রলীগ নেতার মরদেহ

স্টাফ করেসপনডেন্ট, যশোর:

যশোরের মণিরামপুরে জাহাঙ্গীর আলম (২৮) নামে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে মণিরামপুর-নেহালপুর সড়কের সাতনল জোড়াপোল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাহাঙ্গীর উপজেলার পাড়িয়ালী গ্রামের নুরুল হক দফাদারের ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ঢাকা কলেজ থেকে মাস্টার্স পাশ করে রাজধানীর একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন।

নিহতের বড় ভাই সোহাগ হোসেন জানান, রাতে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরছিলো জাহাঙ্গীর। শুক্রবার ভোরে তাকে এগিয়ে আনতে মণিরামপুরে বাজারে যায় স্বজনরা। কিন্তু তাকে পাওয়া যায়নি। জাহাঙ্গীরকে না পেয়ে বাড়ি ফেরার পথে স্বজনরা খবর পান সাতনল জোড়াপোল এলাকায় পুকুরপাড়ে একটি মরদেহ পড়ে আছে। পরে তারা সেখানে গিয়ে জাহাঙ্গীরের মরদেহ শনাক্ত করেন।

মণিরামপুর থানা ওসি শেখ মনিরুজ্জামান বলেন, মরদেহের গায়ে আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।

/আরএইচ/এনকে

Exit mobile version