চট্টগ্রাম ব্যুরো:
মানবাধিকার এখন ব্যবসায় পরিণত হয়েছে এবং কিছু কিছু সংগঠন এ নিয়ে ব্যবসা শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী দাবি করেন, বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে কেউ কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। তাদের ব্যাপারে সোচ্চার থাকতে দেশবাসীকে আহবান জানান।
বিএনপির হরতাল-অবরোধের সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, সরকার উৎখাতে কর্মসূচি কিংবা সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকার যে কারো রয়েছে। তবে রাজনৈতিক কর্মসূচির নামে জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা সন্ত্রাসী কর্মকাণ্ড।
/এমএন

