Site icon Jamuna Television

মানবাধিকার লঙ্ঘন: ১৩ দেশের ৩৭ জনকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ফাইল ছবি

মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৩টি দেশের ৩৭ জনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৮ ডিসেম্বর) মার্কিন ট্রেজারি এবং স্টেট ডিপার্টমেন্ট তাদের নাম ঘোষণা করে। খবর রয়টার্স ও এবিসি নিউজ।

নিষেধাজ্ঞাপ্রাপ্তরা আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, কঙ্গো, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, লাইবেরিয়া, চীন, রাশিয়া, সুদান, সিরিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ের নাগরিক।

এদের মধ্যে আফগানিস্তানের ২ জন, আফ্রিকার ৩ জন, কঙ্গোর ৫ জন, হাইতির ৪ জন, ইন্দোনেশিয়ার ৪ জন, ইরানের ২ জন, লাইবেরিয়ার একজন, চীনের ৫ জন, রাশিয়ার একজন, সুদানের ৩ জন এবং সিরিয়ার তিনজন রয়েছেন।

বিভিন্ন সময় ব্যক্তি কিংবা জনগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন তারা। ইতোমধ্যেই চীন, ইরানসহ বেশ কয়েকটি দেশ প্রতিবাদ জানিয়েছে এই নিষেধাজ্ঞার।

এ ধরনের সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল বলে মন্তব্য করেছে চীন।

/এনকে

Exit mobile version