Site icon Jamuna Television

নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

ঢাকা টেস্টের চতুর্থ দিনে লক্ষ্য ছিল লিড বাড়ানোর। সকালের শুরুটাও ছিল দারুণ। তবে বিপত্তি ঘটে ১৫তম ওভারের শেষ বলে। এলবিডাব্লিউ’র ফাঁদে পরে আউট হন মোমিনুল। এরপরের ১০ ওভারের মধ্যে মাত্র ২৬ রান তুলতেই সাজঘরে ফেরেন আরও ৪ ব্যাটার।

২৭ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৯ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে ৪৭ রানে অপরাজিত রয়েছেন ওপেনার জাকির হাসান।

এর আগে দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেস্তে গেলে তৃতীয় দিনে বাংলাদেশের ১৭২ রানের জবাবে নিউজিল্যান্ড করে ১৮০ রানে। ফলে ৮ রানের লিড পায় কিউইরা। জবাবে ব্যাটে নেমে তৃতীয় দিন দুই উইকেট হারিয়ে দিন শেষ করেছিল টাইগাররা।

/এমএইচ

Exit mobile version