Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে চীনা রসুন আমদানি বন্ধের দাবি

যুক্তরাষ্ট্রে চীন থেকে রসুন আমদানি বন্ধের দাবি উঠেছে। মার্কিন নাগরিকদের স্বাস্থ্য ঝুঁকি এবং দেশটির নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে চীনা রসুন আমদানি বন্ধের দাবি জানিয়েছেন সিনেটর রিক স্কট। খবর রয়টার্স ও ফিনান্সিয়াল টাইমসের।

রিপাবলিকান এ আইন প্রণেতা এই ইস্যুতে আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে। উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি রসুন রফতানি করে থাকে চীন।

এক বিবৃতিতে রিক স্কট জানান, চীনে অস্বাস্থ্যকর উপায়ে রসুন উৎপাদন করা হয়। এ সংক্রান্ত বিভিন্ন নথি এবং ভিডিও ফুটেজও হাজির করেন তিনি। অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত এসব রসুনের স্বাস্থ্য ঝুঁকি যাচাই করতে মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ’র কাছেও আবেদন জানানো হয়।

/এমএন

Exit mobile version