Site icon Jamuna Television

‘‌বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত’

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন ও নির্বাচিত সরকার দেখতে চায় ভারত। এমনটি বলেছেন, ভারতের বাণিজ্যমন্ত্রী সূরেশ প্রভু। তার কথার পর সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের তাকে জানিয়েছেন, সেরকম নির্বাচনই করতে চায় সরকার।

বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে ভারতের বাণিজ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যান ওবায়দুল কাদের। এসময় দু’দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়ন ও সন্ত্রাসবাদ নির্মূল নিয়েও কথা হয় দুই মন্ত্রীর।

বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন কেমন হবে তা সম্পর্কে ধারণা দেন ওবায়দুল কাদের। সাংবাদিকদের ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন ভারতের বাণিজ্য মন্ত্রী।

Exit mobile version